সড়ক দূর্ঘটনা:এক নিষ্পাপ প্রাণ যেন পুরো জাতির দুঃখ

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ এ ৫:৩৯:১০ PM

লেখক: আফিফা জাহান পুষ্প

সড়ক দূর্ঘটনা:এক নিষ্পাপ প্রাণ যেন পুরো জাতির দুঃখ

সড়ক দূর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সড়কে কারো অকালে প্রাণ জরে যাওয়া যেন রোজকার ব্যাপার। কিন্তু সড়কে জরে যাওয়া সেই নিষ্পাপ প্রাণ কিন্তু পুরো জাতির দুঃখ কারণ সে সড়কে যার প্রাণ জরেছে তিনিই কোনো না কোনোভাবে দেশের মুল্যবান সম্পদ ছিল যে ক্ষতিপূরণ হবার নয়। সম্প্রতি একটি জরিপে দেখা যায়, সড়ক দূর্ঘটনায় গতবছরে প্রায়ই নিহত হয়েছেন ৮,৫৪৩ জন, দূর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৩৫৯ টি।এতে আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ ব্যাক্তি যারা আজীবনের জন্য প্রতিবন্ধী হয়েছেন।দূর্ঘটনায় অনেক সময় নানা কারণে হয়। উদাহরণস্বরুপ বলা যায় যান্ত্রিকগত এূটি বা প্রাকৃতিক কারণে যেমন অতিবৃষ্টি, কুয়াশাজনিত কারণে সামনে বা পিছনের যানবাহন দেখতে না পাওয়ার কারণে অধিকাংশ দূর্ঘটনা ঘটেছে।আবার কোনো কোনো ক্ষেএে মানবসৃষ্ট দূর্ঘটনার কারণেও নির্দোষ পথচারীকেও জীবনের মায়া ত্যাগ করতে হয়। সড়ক দূর্ঘটনা যেন এক অদ্ভুত অভিশাপ্ত ব্যাধির মতো সমাজকে আকড়ে ধরেছে।অবকাঠামোগত সমস্যা, অনিয়ন্ত্রিত ফিটনেসবিহিন গাড়ি,অদক্ষ ড্রাইভার, অপর্যাপ্ত সিগনালের ব্যবস্হা, জেব্রা ক্রসিংয়ের অভাব, স্পিডব্রেকার থাকলে পূর্বে সচেতন না করার কারণে বাইক দূর্ঘটনা বেশি হয়ে থাকে। ট্রাফিক আইন না মানার প্রবণতাও নতুন নয়, আইন ভঙ্গ করে ওভারটেকিংয়ের মতো মরণ ফাঁদে পা দেন অনেক অসচেতন চালকরা। এরকম নানা সমস্যায় জর্জরিত দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়। হাইওয়ে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকা এবং উপযুক্ত তদারিকর অভাবে অধিকন দূর্ঘটনা ঘটার আশংকা থেকে যায়। বর্তমানে সরকার কিছু প্রশংসনীয় উদ্যাগ গ্রহণে ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে যানজট তেমন একটা নজরে আসে না আগের মতো। ট্রাফিক নিয়ন্ত্রণে ছাএ ছাএীদের অংশগ্রহণ নিশ্চিতের ফলে তরুণ প্রজন্মের মধ্যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যপরয়াণ হচ্ছে।ভবিষ্যত প্রজন্মকে একটি নিরাপদ সড়ক দিতে সরকারের প্রতি আহবান। নাম: আফিফা জাহান পুষ্প ডিপার্টমেন্ট টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি ইমেইল ঠিকানা :jahanafia44@gmail. com

national