বিষণ্ণতা কোনো একক কারণে উদ্ভূত হয় না, পারিপার্শ্বিক অসংখ্য সামাজিক ও জাতীয় সমস্যা এর পেছনে দায়ী। অবাধ বিশ্বায়নের ফলে বৈশ্বিক সমস্যাগুলো পরিণত হয় জাতীয়, ধর্মীয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত সমস্যায়। উদাহরণস্বরূপ বলা যায় ইজরায়েল-ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা আজ আর শুধু আন্তঃরাষ্ট্রীয় গোলযোগে থেমে থাকেনি। বিশ্বের প্রতিটি সংবেদনশীল রাষ্ট্র আজ একাত্ম বোধ করছে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি। প্রতিটি মুসলমান তার আরেক ভাইয়ের প্রতি এহেন নির্যাতনে তীব্র মানসিক সংকটে ভুগছে। পৃথিবীর যাবতীয় রিপোর্ট, সমীক্ষা শুধু একটি অবস্থার ভয়াবহতাকে তুলেই ধরতে পারবে, কোনো স্থায়ী ও কার্যকরী সমাধানে পৌঁছুতে পারবে না। সৃষ্টির আদিকাল থেকে বিষণ্ণতার উপস্থিতি থাকলেও খুব বেশি দিন হয়নি এটি একটি রোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
NEWS
asdas asd sad asdsa asd as sad saasd asdas dasd asasd sad sasfsadgfsdec as sadasd sadasd asdasdasdas das asdas asd sad asdsa asd as sad saasd asdas dasd asasd sad sasfsadgfsdec as sadasd sadasd asdasdasdas das